thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মীর নাছির কারাগারে

২০১৩ নভেম্বর ২৯ ১৭:২৮:০০
মীর নাছির কারাগারে

চট্টগ্রাম সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছিরউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশেষ আদালত।

মীর মো. নাছিরউদ্দিনকে শুক্রবার বিকেল ৩টায় আদালতে হাজির করে জামিন চাইলে আদালত উভয়পক্ষের যুক্তি শুনে জামিন নামঞ্জুর করেন।

এর আগে অপর একটি মামলায় জামিন দেওয়া হয় তাকে।

মীর নাছিরের আইনজীবী নুরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, চকবাজার থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু কোতোয়ালি থানায় দায়ের করা সিএনজিতে আগুন দিয়ে হত্যা চেষ্ট মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন বিচারক।’

উল্লেখ্য, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মীর নাছিরকে বৃহস্পতিবার রাত ৯টায় গ্রেফতার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/নভেম্বর ২৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর