thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সরকারের এজেন্টরাই নাশকতা চালাচ্ছে : রিজভী

২০১৩ নভেম্বর ২৯ ১৭:৩৬:৫১
সরকারের এজেন্টরাই নাশকতা চালাচ্ছে : রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের এজেন্টরাই গোটা দেশে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘সরকারের দমন-পীড়নের অংশ হিসেবে গ্রেফতার প্রক্রিয়ার জন্য শাহবাগে গাড়ি পোড়ানো মামলায় বিএনপি নেতাদের জড়ানো হয়েছে।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকেলে ‘শাহবাগের গাড়ি পোড়ানো মামলার’ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘গোটা দেশে নাশকতার জন্য সরকার দায়ী। এ নাশকতার পেছনে তাদের এজেন্টরাই জড়িত। কয়েকদিন আগে ছাত্রলীগ সভাপতি বিরোধীদলীয় নেতার বাসায় বোমা মারার হুমকি দিয়েছেন। এরপর এ ধরনের ঘটনা কারা ঘটিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। সরকার বিরোধী দল দমনে উঠে পড়ে লেগেছে। জনগণ তার জবাব দেবে।’

গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, ‘আমি একটি কবিতার লাইন উচ্চারণ করে বলতে চাই, ‘সূর্যের আলো হাত দিয়ে বল রুধিতে পারে কি কেউ? আমাদের ধরে ঠেকাতে পারবে কি গণজোয়ারের ঢেউ।’

এ সময় তিনি সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে সবার কাছে আস্থাশীল একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/টিএস/এমএইচ/এনডিএস/নভেম্বর ২৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর