thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘আমার পোলার কোনো দোষ ছিল না’

২০১৩ নভেম্বর ২৯ ১৭:১৮:৫৬
‘আমার পোলার কোনো দোষ ছিল না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আমার পোলার তো কোনো দোষ ছিল না, যারা আমার পোলারে মারছে আপনেরা তার বিচার করেন- এ কথা বলেই অচেতন হয়ে পড়েন নিহত রবিনের মা সামসুন্নাহার।

শাহবাগের বিহঙ্গ বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ মো. রবিন (২২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ৩টায় তিনি মারা যান।

এ সময় তার পাশে ছিলেন রবিনের চাচা হারুন অর রশিদ। তিনি বলেন, রবিন দুই বছর আগে বিয়ে করেন। তার স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। রবিন ছিল তিন বোন আট ভাইয়ের মধ্যে সবার ছোট।

নিহতের বাবার নাম আব্দুস সালাম। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রামে। বর্তমানে তারা সাভার রেডিও কলনি এলাকায় বসবাস করেন।

নিহতের বাবা জানান, রবিন সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বিহঙ্গ পরিবহনে গ্রামের বাড়ি থেকে সাভারে আসছিল।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ্ শংকর পাল রবিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার শরীরের ৫৯ শতাংশ পুড়ে গিয়েছিল।

এ নিয়ে ওই ঘটনায় দুজন মারা গেলেন। বৃহস্পতিবার রাতে নাহিদ মোড়ল মারা যান।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমডি/ এসবি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর