thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

সীমান্তে কড়া পাহারায় বিএসএফ

২০১৩ নভেম্বর ২৯ ১৮:০১:১০
সীমান্তে কড়া পাহারায় বিএসএফ

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনী তফসিল ঘোষণার ঘটনায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিএসএফের (বর্ডার সিকিউরিটি ফোর্স) গণসংযোগ কর্মকর্তা ভাস্কর রাওয়াত বলেন, ‘সীমান্ত এলাকায় কড়া নজর রাখতে সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত, যে এলাকাগুলোতে বেশি মানুষ যাতায়াত করে সেখানে আরো বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভারতের পাঁচ রাজ্যে সাধারণ নির্বাচন শেষ হয়েছে। সেখানে দায়িত্ব পালনকারী বিএসএফ জওয়ানরা নিয়মিত টহলে ফিরে গেছে। এর ফলে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি করা সহজ হবে।’

বিএসএফের আরেক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে নামানোর ব্যাপারে আমরা উদ্বিগ্ন। সেনাবাহিনী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তার প্রভাব পড়বে।’

বাংলাদেশের সঙ্গে ভারতের ৪,০৯৬ কিলোমিটার এলাকায় বর্ডার আছে। এর মধ্যে পশ্চিম বাংলায় ২,২১৬, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ে ৪৪৩ কিলোমিটার, মিজোরামে ৩১৮ কিলোমিটার ও আসামের সঙ্গে ২৬২ কিলোমিটার এলাকায় বর্ডার বিস্তৃত।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর