thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নির্বাচনে আসুন : বিএনপিকে মেনন

২০১৩ নভেম্বর ২৯ ১৮:২০:০৬
নির্বাচনে আসুন : বিএনপিকে মেনন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘হিংসা ও নৈরাজ্যের পথ পরিহার করে নির্বাচনে আসুন। গণতন্ত্র ও সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখুন। হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও ভাঙচুর ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন।’

আযমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার বিকেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উত্তরা শাখা আয়োজিত সংবর্ধনা সভায় এ আহ্বান জানান তিনি।

রাশেদ খান মেনন বলেন, ‘জামায়াত-বিএনপি প্রতিদিন গরিব নারী-শিশু পুড়িয়ে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তা একাত্তরের স্বাধীনতাবিরোধী ও তার সহযোগী শক্তি রাজাকারদের ইতিহাসকে হার মানিয়েছে।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জনগণকে স্বস্তিতে থাকার সুযোগ দিন। নাহলে এ হত্যা, সন্ত্রাসের দায় আপনাকেই বহন করতে হবে।’

পার্টির উত্তরা শাখা সম্পাদক মো. তৌহিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-পার্টির পলিটব্যুরোর সদস্য নুর আহমদ বকুল, কেন্দ্রীয় সদস্য দিপংকর সাহা দিপু, মহানগর সম্পাদক কিশোর রায়, মহানগর সদস্য যুবনেতা সাব্বাহ আলী খান কলিন্স, উত্তরা শাখা সদস্য ইয়াদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ উত্তরা থানা সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/নভেম্বর ২৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর