thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মনোনয়ন বঞ্চিতদের ‘তোপের মুখে’ সৈয়দ আশরাফ

২০১৩ নভেম্বর ২৯ ১৮:৪২:০১
মনোনয়ন বঞ্চিতদের ‘তোপের মুখে’ সৈয়দ আশরাফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মনোনয়ন বঞ্চিত সমর্থকদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে গাড়িযোগে বের হওয়ার পর তোপের মুখে পড়েন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, ঢাকা- ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ড. আওলাদ হোসেন। শুক্রবার ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে। এই তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। চূড়ান্ত তালিকায় ড. আওলাদ হোসেনের নাম না থাকায় তার সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ আসনে মনোনয়ন পেয়েছেন সানজিদা আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থী তালিকা প্রকাশ করে গাড়িযোগে বের হওয়ার পরপরই সৈয়দ আশরাফুল ইসলাম তোপের মুখে পড়েন আওলাদ সমর্থকদের।

পরে তারা ধানমন্ডিস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

(দ্য রিপোর্ট/বিকে/এসবি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর