thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘জনগণ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চায়’

২০১৩ নভেম্বর ২৯ ১৮:৫১:০৮
‘জনগণ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চায়’

দ্য রিপোট প্রতিবেদক : জনগণ নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে মূল প্রস্তাবনা উত্থাপন করে দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

এ সময় উপস্থিত ছিলেন এম গোফরান, আতাউল করিম ফারুক, শরীফ মোহাম্মদ খান, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দেলওয়ার হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, তাজুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দা ফাতিমা হেনা, জাহাঙ্গীর আলম প্রমূখ।

আব্দুর রব বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের দাবি উপেক্ষা করে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী রেখে নির্বাচনের পথে নেমেছে। এদেশের জনগণ তা মানবে না।

তিনি বলেন, সর্বদলীয় সরকার মুলতঃ একটি দলীয় সরকার। এর মধ্যদিয়ে জনগণের নির্দলীয় সরকারের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এমপিদের এমপি ও মন্ত্রীদের মন্ত্রী রেখে নির্বাচন অনুষ্ঠানের বিধান নির্বাচনে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর পথ রুদ্ধ করে দিয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর