thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিএনপির সঙ্গে রাজপথে থাকবেন জাফর

২০১৩ নভেম্বর ২৯ ১৯:২৯:২৫
বিএনপির সঙ্গে রাজপথে থাকবেন জাফর

দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন নবগঠিত জাতীয় পার্টির সভাপতি কাজী জাফর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার রাতে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কাজী জাফর বলেন, শুক্রবার এইচ এম এরশাদকে অপসারণ করে জাতীয় পার্টির নতুন কমিটি করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান আমি এবং গোলাম মসিহ হচ্ছেন মহাসচিব।

১৮ দলের জোটে অংশ নিচ্ছেন কীনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলের নেতার সঙ্গে রাজপথের আন্দোলনে আমরা থাকবো। তবে জোটে যাওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় যান কাজী জাফরসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। তারা সেখানে সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।

কাজী জাফর বলেন, আজকের এই সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ হলেও মূলত চলমান আন্দোলন সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া জাতীয় পার্টির নতুন কমিটি সম্পর্কে অবহিত করলে বেগম জিয়া তাদের অভিনন্দন জানান।

খালেদা জিয়া প্রতিনিধি দলকে বলেন, ‘আশা করি নবগঠিত জাতীয় পার্টির এই নতুন কমিটি দেশের চলমান আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করবে।’

কাজী জাফর বলেন, দুই-একদিনের মধ্যে আমি সংবাদ সম্মেলন করেবো। সেখানেই সব কিছু বলব।

বৈঠকে নবগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ ও মহাসচিব গোলাম মসীহ্সহ প্রেসেডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, মাওলানা মজিবর রহমান যুক্তবাদী, গোলাম হাবিব দুলাল, সৈয়দ আতিকুর রহমান আতিক, বর্তমান এমপি গোলাম রেজা, নওয়াব আলী আব্বাস, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ আনসার আহমদ, ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাড. মজিবুর রহমান, গাজীপুর জেলা জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম এমএ, সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিক এবং শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসএ/এমএইচ/এনডিএস/এমএআর/নভেম্বর ২৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর