thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জাপার নতুন কমিটি

কাজী জাফর সভাপতি, গোলাম মসীহ মহাসচিব

২০১৩ নভেম্বর ২৯ ১৯:৩০:৪০
কাজী জাফর সভাপতি, গোলাম মসীহ মহাসচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবশেষে ভেঙেই গেল এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির নবগঠিত কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী জাফর আহমেদ ও মহাসচিব নির্বাচিত হয়েছেন গোলাম মসীহ।

গুলশানে জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীর বাসভবনে শুক্রবার বিকেলে দীর্ঘবৈঠক শেষে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত জাপার কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জাপার সভাপতি কাজী জাফর আহমদ।

কাজী জাফর আহমেদ জানান, নতুন কমিটি গঠনের পরই তারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। এরআগে বৃহস্পতিবার জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদকে বহিষ্কার করেন এরশাদ। এরপর পার্টির চেয়ারম্যান এরশাদকেই জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেন কাজী জাফর।

বৃহস্পতিবার এরশাদ সাংবাদিকদের বলেছিলেন,‘কাজী জাফরকে আমি জীবন দিয়েছি। সে হাসপাতালে পড়ে ছিল। আমি সারারাত জেগে মানুষের কাছ থেকে টাকা তুলে উনাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছি। আর এখন তিনি আমার বিরুদ্ধে বিষোদগার করছেন। তাই তাকে বহিষ্কার করেছি।’

কাজী জাফর আহমদ বলেছিলেন, ‘জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সর্বসম্মত সিদ্বান্ত ছিল আমরা মহাজোটে থাকবো না, দলীয় সরকারের অধীনে একদলীয় নির্বাচনে যাব না। এরশাদ প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অমান্য করে সরকারের পাতানো নির্বাচনে অংশ নিয়েছে। এটা পার্টির সংবিধানের লঙ্ঘন। তাই তাকে দল থেকে বহিষ্কার করেছি।’

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর