thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

খালেদা জিয়াকে আবারও চিঠি

২০১৩ নভেম্বর ২৯ ১৮:৫৭:৪৭
খালেদা জিয়াকে আবারও চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আবারও চিঠি দিয়েছেন জাতিংসংঘ মহাসচিব বান কি মুন।

শুক্রবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী দ্য রিপোর্টকে চিঠির পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বান কি মুন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা দুইজনকেই চিঠি দিয়েছেন। আমরা সময় মতোই এ চিঠি পেয়েছি। এটি পাওয়ার পর তা বিরোধী দলীয় নেতার কাছে পৌঁছে দেয়া হয়েছে।’

উল্লেখ্য, বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট, সবদলের অংশগ্রহণে নিবার্চন নিয়ে অনিশ্চয়তা ও রাজনৈতিক সহিংসতার প্রেক্ষিতে বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে তিন দফায় চিঠি দিয়েছেন।

এদিকে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো চলমান রাজনৈতিক সংকট সমাধানে প্রধান দুই দলকে আলোচনার তাগিদ দিতে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন।

(দ্য রিপোর্ট/টিএস/ এমএইচ/এইচএস)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর