thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

যশোরে মনোনয়ন বঞ্চিতদের ভাঙচুর, অগ্নিসংযোগ

২০১৩ নভেম্বর ২৯ ২০:৪৮:০২
যশোরে মনোনয়ন বঞ্চিতদের ভাঙচুর, অগ্নিসংযোগ

যশোর সংবাদদাতা : যশোরে শুক্রবার আওয়ামী লীগের মনোয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা ভাঙচুর, বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছে। এ সহিংসতায় যশোর শহরসহ ঝিকরগাছা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় দলীয় মনোনয়ন তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন চাকলাদারের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। তারা যশোর ও শহরসংলগ্ন বিভিন্ন সড়কে যানবাহন ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয়। তখন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকার আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, যশোর শহরের পুরাতন কসবা, কাঁঠালতলা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, খাজুরা বাসস্ট্যান্ড, মণিহার, শেখহাটি মোড়, বাবলাতলা, পালবাড়ি মোড়, বেজপাড়াসহ বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রেখেছে শাহিন চাকলাদারের কর্মী-সমর্থকরা। শহরের কাজীপাড়ায় অবস্থিত কাজী নাবিল আহমেদের বাড়ির সামনে ককটেল ফোটায় তারা।

বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের হাতে ফায়ার সার্ভিসের গাড়ি, ইজিবাইক, রেন্ট-এ কার, ট্রাকসহ ১০-১২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। টিস্টলসহ কয়েকটি দোকানপাটও ভাঙচুর করা হয় এ সময়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা শাহিন চাকলাদারের মনোনয়ন না দেওয়া হলে তাদের এ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান।

এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে মনোনয়নপ্রত্যাশী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের সমর্থকরা যশোর-বেনাপোল সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।

সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধ কর্মীরা ঝিকরগাছা পৌরমেয়র আনোয়ার পাশা জামালের বাসভবনে হামলা চালাতে গেলে তিনি তার শর্টগান থেকে ৬ রাউন্ড গুলিবর্ষণ করেন। এতে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা ফিরে এসে মেয়রের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান জানান, মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলবে।

উল্লেখ্য, যশোরের ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন - শেখ আফিল উদ্দিন (যশোর-১), অ্যাডভোকেট মনিরুল ইসলাম (যশোর-২), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), রণজিত কুমার রায় (যশোর-৪), অ্যাডভোকেট খান টিপু সুলতান (যশোর-৫) ও ইসমত আরা সাদেক (যশোর-৬)।

(দ্য রিপোর্ট/জেএম/এইচএস/এনডিএস/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর