thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

হত্যার পর মৃতদেহ খেলেন পুলিশ!

২০১৩ নভেম্বর ২৯ ২১:৪০:৫৩
হত্যার পর মৃতদেহ খেলেন পুলিশ!

দ্য রিপোর্ট ডেস্ক : যারা হরর মুভি দেখে থাকেন তারা নিশ্চয়ই দেখেছেন মানুষকে হত্যা করে মৃতদেহ নৃশংসভাবে খাওয়ার দৃশ্য। মুভিগুলোতে দেখা যায় ভূতেরা মানুষকে হত্যা করে মৃতদেহ টেনে-ছিঁড়ে খাচ্ছে। এবার ভূত নয় জনগণের বন্ধু হিসেবে খ্যাত পুলিশই হত্যা করে খেলেন মৃতদেহ।

বিশ্বাস হচ্ছে না! এমনই এক অবিশ্বাস্য লোমহর্ষক ঘটনা ঘটালেন এক জার্মান পুলিশ। খবর বিবিসির।

৫৫ বছর বয়সি ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ড্রেডসনের পুলিশ। পূর্ব জার্মানির ইআরজি পর্বত থেকে উদ্ধার করা হয়েছে মৃতের বিচ্ছিন্ন দেহ।

মৃত ব্যক্তি হ্যানোভারের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, পুলিশ সদস্য ডেটলফ জি ও এক ব্যবসায়ী (৫৯) ইন্টারনেটের মাধ্যমে পরিচিত হন। এরপর তারা পরস্পরকে আঘাতের সঙ্গে সেক্স করার প্রস্তাব দেন।

সেক্স করতে আসার পর ডেটলফ ছুরিকাঘাতে ওই ব্যক্তিকে হত্যা করেন। এরপর ইআরজি পর্বতে নিয়ে বেশ কয়েকদিন ধরে তার দেহের বিভিন্ন অংশ খান।

পুলিশ জানায়, ৪ নভেম্বর ওই দুই ব্যক্তি ড্রেডসন রেলওয়ে স্টেশনে আসেন। ওখানেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া ডেটলেফ স্যাক্সনের রাজ্য অফিসের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের সদস্য ছিলেন। হাতের লেখা বিশ্লেষণে তার বিশেষ দক্ষতা ছিল।

প্রসঙ্গত, এর আগেও ২০০১ সালে জার্মানিতে মানুষ হত্যা ও খাওয়ার ঘটনা ঘটেছিল।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর