thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেলকুচি আ’লীগের সব নেতাকর্মীর পদত্যাগ

২০১৩ নভেম্বর ২৯ ২১:৫৬:৫৫
বেলকুচি আ’লীগের সব নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জ সংবাদদাতা : সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে মনোনয়ন না দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সব নেতাকর্মীরা একযোগে পদত্যাগ করেছেন। এছাড়া আওয়ামী লীগেরর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সব সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরাও একযোগে পদত্যাগ করেন।

লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়ন প্রার্থী ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণার পরেই ক্ষুদ্ধ নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হয়ে গণপদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সদ্য পদত্যাগী সভাপতি একেএম ইউসুফজী খান ও সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার জানান, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বেলকুচি-চৌহালী উপজেলার আওয়ামী লীগের সংগঠনকে ধরে রাখাসহ সংগঠনকে শক্তিশালী করেছেন। তিনিই এ আসনে একমাত্র যোগ্য প্রার্থী।

তিনি আরও জোনান, মন্ত্রী থাকা অবস্থায় তিনি সপ্তাহে দুইদিন এলাকায় এসে ব্যাপক উন্নয়ন করে আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন।

আবদুল লতিফ বিশ্বাসকে মনোনয়ন দেওয়া না হলে আওয়ামী লীগের সব কার্যক্রম বন্ধ রাখা হবে বলেও হুমকি দেন তিনি।

(দ্য রিপোর্ট/আরকে/এমএইচও/এনডিএস/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর