thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এবার টানা ৭২ ঘণ্টার অবরোধ

২০১৩ নভেম্বর ২৯ ২২:০৩:০৮
এবার টানা ৭২ ঘণ্টার অবরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার রাত ১০টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে, গত সপ্তাহে টানা ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট।

রিজভী বলেন, বিরোধী দলের উপর সরকারের দমন-পীড়ন, হত্যা, গুম, শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

রাজপথ, রেলপথ ও নৌ-পথ এ অবরোধ কর্মসূচির আওতায় থাকবে বলে জানান রিজভী।

এ অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাতীয় পার্টির নবনিযুক্ত সভাপতি কাজী জাফর আহমেদ ও মহাসচির গোলাম মসীহ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এসআর/এমএআর/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর