thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

তুরস্ক ও ইরাকের কুর্দিস্তানের মধ্যে তেল-গ্যাসচুক্তি

২০১৩ নভেম্বর ২৯ ২২:০৬:০৯
তুরস্ক ও ইরাকের কুর্দিস্তানের মধ্যে তেল-গ্যাসচুক্তি

দ্য রিপোর্ট ডেস্ক : শিগগিরই ইরাকের কুর্দিস্তান থেকে পাইপলাইনের মাধ্যমে তুরস্কে তেল ও গ্যাস রফতানি করা হবে। চলতি সপ্তাহে গোপনে উভয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। খবর আলজাজিরার।

কুর্দিস্তানের রাজ্য সরকারের প্রধানমন্ত্রী নেচির্ভান বারজানি ও তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরগোদানের মধ্যে বুধবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উভয়ের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

এ চুক্তিতে নাখোশ হতে পারে বাগদাদ। কারণ, তারা এর আগে পুরো ইরাকের তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণের দাবি করেছিল।

ইতোমধ্যে এ চুক্তিকে ইরাকের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন দেশটির এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা।

এর আগে তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তুর্কিস এনার্জি কোম্পানি (টিইসি) উত্তর ইরাকের ১৩টি অঞ্চলে তেল-গ্যাস কার্যক্রম পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর