thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

শনিবারের সমাপনী পরীক্ষা ৬ ডিসেম্বর

২০১৩ নভেম্বর ২৯ ২৩:১৫:৩৮
শনিবারের সমাপনী পরীক্ষা ৬ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : শনিবারের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় শুক্রবার রাতে দ্য রিপোর্টকে এ তথ্য জানান।

শনিবার প্রাথমিক সমাপনীতে ‘ধর্ম পরীক্ষা’ এবং ইবতেদায়ি সমাপনীতে ‘কুরান ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ পরীক্ষা’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

১৮ দলীয় জোটের শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে পরীক্ষার এ নতুন তারিখ ঘোষণা করে মন্ত্রণালয়।

গত ২০ নভেম্বর প্র্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। এবার ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিকে পরীক্ষার্থী ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেদায়িতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ পরীক্ষার্থী।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর