thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শনিবার প্রতিটি থানায় বিএনপির বিক্ষোভ

২০১৩ নভেম্বর ৩০ ০০:৪৩:৫৩
শনিবার প্রতিটি থানায় বিএনপির বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর প্রতিটি থানায় শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে প্রধান বিরোধী দল বিএনপি। পুলিশের কাছে এদিন সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ-সমাবেশের অনুমতি চায় দলটি। কিন্তু অনুমতি না দেওয়ায় থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন রুহুল কবীর রিজভী আহমেদ।

নয়াপল্টনে শুক্রবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব বলেন, ‘শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ-সমাবেশের জন্য পুলিশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। পুলিশ অনুমতি দেয়নি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও অনুমতি চেয়েছিলাম, তাও তারা দেয়নি। এজন্য আমরা কেন্দ্রীয়ভাবে সমাবেশ করতে পারছি না।’

রিজভী আরো বলেন, ‘শনিবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশ হবে। সারাদেশে হবে, মহানগর ও জেলা পর্যায়েও বিক্ষোভ সমাবেশ হবে।’

এর আগে, সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে ‘একতরফা’ নির্বাচনের তফসিল বাতিল, নাশকতার মাধ্যমে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার দায় বিরোধী দলের ওপর চাপানো, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে মহানগর ও জেলায় জেলায় বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/টিএস/এমএইচও/এমএআর/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর