thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাকা কলেজে ছাত্রলীগের ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

২০১৩ নভেম্বর ৩০ ০১:৩২:১১
ঢাকা কলেজে ছাত্রলীগের ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : আধিপত্য বিস্তার নিয়ে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহতের নাম ফারুক (২৬)। সে মাস্টার্সের (প্রাণীবিদ্যা) ছাত্র।

এ ঘটনায় রাকিব নামে অপর এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডিএমসির পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক দ্য রিপোর্টকে জানান, নিহত ফারুকের মুখের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া, রাকিবের ডান পায়ে গুলি লেগেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রমনা জোনের ডিসি মারুফ হাসান সর্দার ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার রাত বারোটার পর আধিপত্য বিস্তার নিয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ফুয়াদ হাসান পল্লব ও সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

নিহত ফারুক সুইম গ্রুপের সদস্য।

এ ঘটনার পর ঢাকা কলেজের ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/ডি/এসআর/কেজেএন/এমএইচও/এমএআর/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর