thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পিরোজপুরে আ.লীগের সংঘর্ষ, আহত ৪

২০১৩ নভেম্বর ৩০ ০২:৪৮:০৪
পিরোজপুরে আ.লীগের সংঘর্ষ, আহত ৪

পিরোজপুর সংবাদদাতা : জেলার স্বরূপকাঠী উপজেলায় শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, ছাত্রলীগকর্মী রফিকুল ইসলাম, নুরুল ইসলাম ও রনি দত্ত আহত হয়েছেন।

আহতদের মধ্যে শহিদুল ইসলাম রিপনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করেছেন। তিনি জানান, হঠাৎ করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কি কারণে এ সংঘর্ষ তা তিনি জানেন না।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ছয়টায় উপজেলার জগন্নাথকাঠী বাজার ও উপজেলা চত্বর এলাকায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের সমর্থক ও সংসদ সদস্য অধ্যক্ষ শাহআলালের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ছাত্রলীগের চার নেতা-কর্মী আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরূপকাঠী উপজেলাকে নিয়ে নবগঠিত পিরোজপুর-১ আসনে আউয়াল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করেন। এ খবরে আউয়াল অনুসারীরা অপর মনোনয়ন প্রত্যাশী শাহ আলমের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম মিন্টু জানান, বিগত দিনে যারা দলের কোনো মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেননি, তারা এখন এমপি আউয়ালের পক্ষ নিয়ে এ হামলার চালায়।

(দ্য রিপোর্ট/এফআইবি/এমএইচও/এমএআর/নভেম্বরে ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর