thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

পাবনায় ব্রিটিশ আমলের রৌপ্য মুদ্রা উদ্ধার

২০১৩ নভেম্বর ৩০ ০৩:২২:০৫
পাবনায় ব্রিটিশ আমলের রৌপ্য মুদ্রা উদ্ধার

পাবনা সংবাদদাতা : জেলার সুজানগরে কুড়িয়ে পাওয়া ব্রিটিশ আমলের ৫২টি রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের হুদারপাড়া গ্রামের আবেদ আলীর বাড়ি থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা তৌফিক হাসান জানান, গত বুধবার সকালে আবেদ আলীর স্ত্রী রেহেনা খাতুন বাড়ির পাশের একটি জমিতে মাটি কাটার সময় ওই মুদ্রাগুলো কুড়িয়ে পান। বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে শুক্রবার দুপুরে পুলিশ তা উদ্ধার করে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মুদ্রাগুলোতে ১৮৪০-৪২, ১৮৬৮ ও ১৮৬৭ সাল উল্লেখ রয়েছে। মুদ্রাগুলো রৌপ্য কীনা তা নিশ্চিত না হয়ে বলা যাচ্ছে না।

ওসি আরও জানান, উদ্ধারকৃত মুদ্রা রাষ্ট্রীয় সম্পদ। সরকারি নিয়মনীতি মেনে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর