thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পটুয়াখালীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

২০১৩ নভেম্বর ৩০ ০৩:২৮:৩৭
পটুয়াখালীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী সংবাদদাতা : সরকারি কাজে বাধা ও সহিংসতার অভিযোগে অন্তত দুই শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। স্কয়ার কোম্পানির প্রতিনিধি সুজিত কুমার ও পুলিশ বাদী হয়ে শুক্রবার মামলা দুটি দায়ের করেন।

তবে পুলিশ ওই মামলায় আসামি বদরপুর ইউপির চেয়ারম্যান সালাম শরীফ ও জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল সালামের নাম প্রকাশ করেছে। বাকি এজাহারভুক্ত ৩৭ জনের নাম প্রকাশ নিয়ে তারা অনিহা দেখাচ্ছে।

সরকার বিরোধী তৃতীয় দফা আন্দোলনে বৃহস্পতিবার পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর এলাকায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় স্কয়ার কোম্পানির একটিসহ মোট দুটি মোটরসাইকেলে আগুন দেয় অবরোধকারীরা।

এ ঘটনায় সুজিত কুমার বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন।

অপরদিকে, পুলিশকে মারধরের অভিযোগে আরো একটি মামলা দায়ের করে পুলিশ।

মামলা দুটিতে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আসামি করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।

(দ্য রিপোর্ট/বিডি/এমএইচও/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর