thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী রবীন্দ্র উৎসব

২০১৩ নভেম্বর ৩০ ০৩:৩৮:৫৪
ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী রবীন্দ্র উৎসব

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপনে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে দিনব্যাপী রবীন্দ্র উৎসব অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল ১০টায় কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে রবীন্দ্র উৎসব উদ্ধোধন করেন পৌর মেয়র মো. হেলাল উদ্দিন। বিকেলে সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর কাজি মোস্তফা জালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিএম, সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী, জেলা ১৪ দলের সমন্বয়ক আমানুল হক সেন্টু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোকাদ্দেস বাবুল, সাংগঠনিক সম্পাদক কাজি মাহতাব সুমন, ত্রিপুরার বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সংগঠক পিনাক পানি দেব, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা।

কর্মসূচির মধ্যে ছিলো- রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি, প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা, নিবেদিত কবিতা পাঠ, আলোচনা, সঙ্গীত, নৃত্য ও পুরস্কার বিতরণ।

প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। নিবেদিত কবিতা পাঠ করেন কবি মিলি চৌধুরী, কবি মহিবুর রহিম, কবি আমির হোসেন।

আলোচনায় অংশ নেন সাংবাদিক মনজুরুল আলম, কবি জয়দুর হোসেন, বিজিএফসিএল কোম্পানি সচিব সঞ্জিব দেবনাথ, নারী সংগঠক নন্দিতা গুহ।

রবীন্দ্র উৎসবের প্রতিটি পর্বে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার সমাগম ঘটে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উৎসবের সমন্বয়ক দীপক চৌধুরী বাপ্পী ও সংগঠন পরিচালক মো. মনির হোসেন।

(দ্য রিপোর্ট/এইচএমএস/এমএআর/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর