thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বরিশালে অবরোধে মাঠে নেই জোট নেতারা

২০১৩ নভেম্বর ৩০ ০৯:০৩:১১
বরিশালে অবরোধে মাঠে নেই জোট নেতারা

বরিশাল সংবাদদাতা : টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন রবিবার কোনো পিকেটিং বা মিছিল করতে পারেনি ১৮ দলীয় জোট। কেবল ভোর সাড়ে ৬টায় ছাত্রদলের কর্মীরা সড়ক অবরোধ করতে চাইলে তা পুলিশের বাধায় পণ্ড হয়। অবরোধে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল না করলেও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।

ভোর সাড়ে ৬টায় মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে টিটিসির সামনে সিঅ্যান্ডবি রোডে গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করতে চাইলে পুলিশের বাধায় অবরোধকারীরা পালিয়ে যায়। এরপর নগরীর আর কোথায়ও অবরোধকারীদের দেখা যায়নি।

জেলা (দক্ষিণ) বিএনপি সভাপতি এবায়দুল হক চান জানান, ২৭ নভেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদসহ নামধারী ও বেনামি মিলিয়ে ১২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ায় গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা গা-ঢাকা দিয়েছেন। তিনি আরও জানান, শুক্রবার রাতে তার বাসায় র‌্যাব ও পুলিশ অভিযান চালায় বলে তিনিও বের হতে পারছেন না।

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় নগরীতে ছয়শ পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল দল রয়েছে। নগরীতে সকাল থেকেই রিকশা ও টেম্পো চলাচল করছে।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর