thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

স্কটল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

২০১৩ নভেম্বর ৩০ ১১:০৪:৪৪
স্কটল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

দ্য রিপোর্ট ডেস্ক : স্কটল্যান্ডের গ্লাসগোতে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ক্লাইড নদীর তীরে স্টকওয়েল সড়কের একটি বারের ছাদে শুক্রবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে।

হেলিকপ্টারটিতে চালকসহ তিনজন ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া দুর্ঘটনার সময় বারটিতে প্রায় ১২০ জন ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে কেউ নিহত হয়েছে কি না তা পুলিশ নিশ্চিত করেনি।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই সংকটাপন্ন বলে উদ্ধার কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলের আশপাশের বেশ কিছু এলাকা ঘিরে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার তৎপরতা চলছে। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর