thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ

২০১৩ নভেম্বর ৩০ ১১:০৮:০৪
লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথমদিন শনিবার সকাল থেকেই বিএনপি-জামায়াত-শিবিরকর্মীরা সড়কে অবস্থান নিয়ে ঢাকা- রায়পুর মহাসড়ক অবরোধ করে।

ভোর থেকেই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও রাস্তার টায়ার জ্বালিয়ে মিছিল করে অবরোধ সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের উত্তর তেমুহনী এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়। এ ছাড়া শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় জেলা জামায়াত- শিবিরকর্মীরা হরতালের সমর্থনে পৃথক মিছিল বের করে। অবরোধের ফলে লক্ষ্মীপুর-রামগতি, লক্ষ্মীপুর- রামগঞ্জ, ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান. যেকোনো ধরনের নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরআইকে/এফএস/এএস/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর