thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঝিনাইদহে শিবিরকর্মী নিহত

২০১৩ নভেম্বর ৩০ ১২:০৬:১৭
ঝিনাইদহে শিবিরকর্মী নিহত

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুরে অবরোধের শুরুতে শনিবার সকালে পুলিশের গুলিতে ইসরাইল হোসেন (২৬) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন ইমদাদুল হক নামে এক স্বেচ্ছাসেবকদল নেতা। একই সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। তবে আহত পুলিশ কনস্টেবলের পরিচয় জানা যায়নি। নিহত ইসরাইল উপজেলার হরিন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কোটচাঁদপুর শহরের মেইন বাসস্টান্ডে বিএনপি, জামায়াত ও শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি করে। গুলিতে উপজেলা স্বেচ্ছাসেবকদলের ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক ও শিবিরকর্মী ইসরাইল হোসেন গুলিবিদ্ধ হয়। এরমধ্যে শিবিরকর্মী ইসরাফিলের গলায় গুলি লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কোটচাঁদপুর থানার ওসি শাজাহান আলী জানান, শনিবার সকালে ১৮ দলীয় জোটের সমর্থরা শহরে অবরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের এক কনেস্টবল আহত হয়। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে।

এদিকে ঝিনাইদহের সড়ক মহাসড়কে গাছ ও গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করে পিকেটাররা। ফলে জেলা-উপজেলার সব সড়ক মহাসড়কগুলোতে কোনরকমের ইঞ্জিনচালিত যানবাহন ছেড়ে যায়নি। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

(দ্য রিপোর্ট/টিএম/এপি/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর