thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামে সংঘর্ষে আহত ২০, বিজিবি মোতায়েন

২০১৩ নভেম্বর ৩০ ১২:০০:৫৯
চট্টগ্রামে সংঘর্ষে আহত ২০, বিজিবি মোতায়েন

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রেললাইন অবরোধ, গাড়ি ভাঙচুরের পর রাস্তায় নামানো হয়েছে বিজিবি।


চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার বিজিবি নামানোর বিষটি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন। এর আগে সকালে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। ককটেলের আঘাতে আহত হয়েছেন অঞ্জন চৌধুরী (৩৩) নামে এক পুলিশ কনস্টেবল।

চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ দ্য রিপোর্টকে জানান, থানার পাশে টহল দেওয়ার সময় পুশিকে লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে আহত হন পুলিশ কনস্টেবল।এ সময় দুজনকে আটক করা হয়েছে।

এদিকে নগরীর ইস্পাহানী মোড় এলাকায় রেললাইনে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে ১৮ দলীয় জোটের কর্মীরা। এ সময় পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কনস্টেবল আনিছুর রহমান গুলিবিদ্ধ হন। আহত হন আরও ২০ জন।

পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুর রউফ জানান, সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্টেশন মাস্টার শামসুল ইসলাম জানান, অবরোধের কারণে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রেলচলাচল বন্ধ ছিল। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/নভেম্বর ৩০, ২০১৩)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর