thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

‘যুক্তরাষ্ট্র শিগগিরই নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে’

২০১৩ নভেম্বর ৩০ ১২:১৮:২৬
‘যুক্তরাষ্ট্র শিগগিরই নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে’

দ্য রিপোর্ট ডেস্ক : হোয়াটাই হাউসে নারী প্রেসিডেন্ট? খুব শিগগিরই সেটা সম্ভব হতে পারে বলে জানালেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এবিসি টেলিভিশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘আমাদের দেশে কর্মক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সংখ্যক নারীদের উপস্থিতি রয়েছে। কোনো সন্দেহ নেই খুব শিগগিরিই আমরা নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছি। আর নারী প্রেসিডেন্ট সাফল্যের সঙ্গেই কাজ করবেন বলে আমার বিশ্বাস।’

এবিসি টেলিভিশন ওবামার সাক্ষাৎকারের চুম্বকাংশ প্রথমে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। পরে শুক্রবার সাক্ষাৎকারটি টেলিভিশনে প্রকাশ করা হয়। তবে সাক্ষাৎকারে ওবামা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতি ইঙ্গিত করেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন পেতে ব্যর্থ হলেও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ডেমোক্রেট দলের টিকিট পেতে যাচ্ছেন বলে কানাঘুষা চলছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি। ডেমোক্রেট দলের মনোনয়ন পেলে ও নির্বাচনে জিতে গেলে হিলারিই হবেন প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট। সূত্র: এএফপি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর