thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রোজা ভঙ্গের কারণ

২০১৪ জুন ৩০ ১৬:২১:৫৭
রোজা ভঙ্গের কারণ

দ্য রিপোর্ট ডেস্ক : রোজা রাখা ও ভঙ্গ করা একটি সচেতন প্রক্রিয়া। তাই জেনে রাখা উচিত কি কি কারণে রোজা ভঙ্গ হয়। রোজা ভঙ্গের কারণের মধ্যে রয়েছে-

- ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে। এমনকি ওষুধ খেলেও। তবে ভুলবশত খেয়ে ফেললে রোজা ভাঙ্গে না।

- রাত এখনও বাকি আছে বা ইফতারের সময় হয়ে গেছে ভেবে ইচ্ছাকৃতভাবে কিছু খেলে।

- মুখ ভরে বমি হলে। যদি অল্প বমি হয় তবে রোজা ভাঙ্গবে না। কিন্তু গিলে ফেললে রোজা ভাঙ্গবে।

- সাবধানে কুলি করুন। গলার ভেতর পানি গেলে রোজা ভঙ্গ হবে।

- রোজা রাখা অবস্থায় সহবাস করলে।

- দাঁত হতে ছোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে।

- ইচ্ছাকৃতভাবে আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করলে।

- ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে।

- জোর করে কেউ রোজা ভাঙ্গিয়ে দিলে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/আরকে/জুন ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর