thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সিলেটে পুলিশের গাড়ি ভাঙচুর

২০১৩ নভেম্বর ৩০ ১২:২৭:৫২
সিলেটে পুলিশের গাড়ি ভাঙচুর

সিলেট সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীতে পুলিশ বহনকারী একটি টেম্পো ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ সময় ৫-৭টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।তিনি বলেন, মোটরসাইকেল আরোহীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে।

এ ছাড়া টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিনে সিলেটে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হচ্ছে। সকালে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কিন্তু বিএনপির শীর্ষ নেতারা দেড় ঘণ্টা অবস্থান করেই রাজপথ ছেড়ে পাড়া-মহল্লায় ঢুকেছেন।

এদিকে সকালে সিলেট থেকে সবকটি ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেলেও বন্ধ রয়েছে দূরপাল্লার যানচলাচল। কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীতে কঠোর অবস্থানে রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি।

(দ্য রিপোর্ট/এমজেড/এএস/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর