thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কারিনার অনুশোচনা

২০১৩ নভেম্বর ৩০ ১২:৩৩:১৮
কারিনার অনুশোচনা

দ্য রিপোর্ট ডেস্ক : ‘রামলীলা’ ছবিটির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কারিনা কাপুরের এখন অনুশোচনাই হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘স্বীকার করছি আমি পাগল। প্রায় সময়ই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর বুঝতে পারি আমি ভুল করেছি।’

কারিনা জানান, আমাকে রামলীলা ছবিতে অভিনয় করার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু আমি করিনি। তার পরিবর্তে ‘গোরি তেরি পেয়ার মে’ ছবিতে কাজ করেছি। সঞ্জয় লীলার সঙ্গে কাজ করার সুযোগ হারানোয় আমি দুঃখিত বোধ করছি। তবে পরবর্তী সময়ে আমি অবশ্যই তার সঙ্গে কাজ করব। আমি অহঙ্কার করে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছি অন্য অভিনেত্রীর কাছে।

বর্তমানে ‘রামলীলা’তে চমৎকার অভিনয় পারদর্শিতার জন্য সবাই প্রশংসা করছেন দিপীকা পাড়ুকোনের। অথচ এই ছবির জন্য প্রথম প্রস্তাব পান কারিনাই। ‘রাম-লীলা’ ছবিটির প্রস্তাব নাকচ করে ‘গোরি তেরি পেয়ার মে’ ছবিটি করার সিদ্ধান্ত নেন সাইফ পত্নী। বছরের তার অভিনীত এই দ্বিতীয় ছবিটিও যে ব্লকবাস্টার ফ্লপের খাতায়ও নাম লিখিয়েছে। অন্যদিকে দশদিনের মাথায় ১০০ কোটি রূপির ক্লাবে প্রবেশ করেছে ‘রামলীলা’ ছবিটি।

(দ্য রিপোর্ট/ওএস/এমসি/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর