thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

ঝিনাইদহের ২ উপজেলায় রবিবার হরতাল

২০১৩ নভেম্বর ৩০ ১৩:১৭:৪৪
ঝিনাইদহের ২ উপজেলায় রবিবার হরতাল

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুরে শনিবার অবরোধের শুরুতে পুলিশের গুলিতে ইসরাইল হোসেন (২৬) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছে। এর প্রতিবাদে রবিবার জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় হরতাল পালন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এছাড়া জেলাব্যাপী বিক্ষোভ মিছিল করবে দলটি।

জেলা বিএনপির সভাপতি সাবেদ সাংসদ মশিউর রহমান ১৮ দলীয় জোটের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে জেলাব্যাপী বিক্ষোভ ও দুই উপজেলায় হরতাল পালনের বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলা শহরসহ কোটচাঁদপুরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কোটচাঁদপুর শহরের মেইন বাসস্টান্ডে বিএনপি জামায়াত ও শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ মিছিল লক্ষ করে গুলি করে। গুলিতে উপজেলা স্বেচ্ছাসেবকদলের ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক ও শিবিরকর্মী ইসরাইল হোসেন গুলিবিদ্ধ হয়। এরমধ্যে শিবিরকর্মী ইসরাফিলের গলায় গুলি লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ইসরাইল উপজেলার হরিন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

(দ্য রিপোর্ট/টিএম/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর