thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হরতাল-অবরোধে বিআরটিসির ক্ষতি সাড়ে ৪১ কোটি টাকা

২০১৩ নভেম্বর ৩০ ১৩:৪৬:৩৮
হরতাল-অবরোধে বিআরটিসির ক্ষতি সাড়ে ৪১ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের কারণে গত কয়েক মাসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ৪১ কোটি ৬৮ লাখ ২০ হাজার ৭৬৪ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘কয়েক মাসে বিআরটিসির গাড়ি ভাঙচুর হয়েছে ১৫৩টি। এতে মোট ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। এর মধ্যে অশোক লেল্যান্ড এসি বাস ৬টি, আর্টিকুলেটেড বাস ৩টি, সিএনজি একতলা বাস ৭৪টি, অন্যান্য টিসি বা টাটা বাস ভাঙচুর হয়েছে ৭০টি।’

যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিআরটিসির ৩২টি গাড়ি আগুনে পোড়ানোর কারণে ক্ষতি হয়েছে সাত কোটি ৪২ লাখ ৯ হাজার টাকা। পোড়ানো গাড়ির মধ্যে ডাবলডেকার ১১টি, আর্টিকুলেটেড বাস একটি, সিএনজি একতলা বাস ৯টি এবং অন্যান্য ১১টি বাস।

তিনি বলেন, ‘পরিবহনে বেসরকারি খাতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। প্রায় ৫ হাজার গাড়ি ক্ষয়-ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান পোড়ানো হয়েছে।’

সড়ক ও জনপথ অধিদফতরের বেশকিছু বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ‘এছাড়া বেশকিছু স্পটে বিটুমিনাস পেভমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ও অনেক গাছ কাটা হয়েছে। অনেক আন্দোলন দেখেছি। তবে ট্রেনে-বাসে বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার ঘটনা বিরল। এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। বিএনপি যে এই ভাঙচুর চালাচ্ছে ক্ষমতায় এলে কিভাবে দেশ চালাবে।’

বেসরকারি পরিবহন খাতের ক্ষয়-ক্ষতির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে মালিকদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘আপনারাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।’

এসময় সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর