thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দীনের বাসায় তল্লাশি

২০১৩ নভেম্বর ৩০ ১৩:৫০:৩৭
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দীনের বাসায় তল্লাশি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির বর্তমান যুগ্ম মহাসচিব সালাহউদ্দীন আহমেদের ঢাকার গুলাশানের বাসা ও কক্সবাজারের পেকুয়ার সিকদারপাড়া গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম অভিযানের বিষয়টি স্বীকার করে জানান, পুলিশ তার রুটিন অনুযায়ী অভিযানটি চালিয়েছে। তবে বাসার ভেতরে ভাঙচুর চালানোর বিষয়টি স্বীকার করেননি তিনি।

এদিকে, পেকুয়া থানা পুলিশ শনিবার সকাল ১১টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়িতে তল্লাশি চালায়।

পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, উপরের নির্দেশে সালাহউদ্দিন আহমদের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে কাউকে আটক কিংবা কোনো কিছু পাওয়া যায়নি বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/ডি-কেজেএন/এমসি/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর