thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

২০১৩ নভেম্বর ৩০ ১৩:৫৫:৪০
টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

টাঙ্গাইল সংবাদদাতা : হঠাৎ করে ৭২ ঘণ্টার ১৮ দলের টানা অবরোধের কারণে ঢাকায় আটকে পড়া উত্তরবঙ্গগামী হাজার হাজার যানবাহন চলাচল করছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা মহাসড়কে অবরোধ করার চেষ্টা করলেও পুলিশি সহায়তায় নির্বিঘেœ এসব যানচলাচল করছে।

টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে শনিবার সকালে অবরোধকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা হাজার হাজার যানবাহন নির্বিঘেœ চলাচল করছে।

এ ছাড়া আন্তঃজেলা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে উত্তরবঙ্গ থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকামুখী দূরপাল্লার যানবাহনের সংখ্যা কম দেখা গেছে।

(দ্য রিপোর্ট/এআর/এএস/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর