thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

লক্ষ্মীপুরে গুলিতে যুবক আহত

২০১৩ নভেম্বর ৩০ ১৪:০৭:১২
লক্ষ্মীপুরে গুলিতে যুবক আহত

লক্ষ্মীপুরসংবাদদাতা :লক্ষ্মীপুর সদর উপজেলায় পার্বতীনগর এলাকায় সুজন দাস (২১) নামে এক যুবককে দুই পায়ে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।শনিবার ভোর ৫টায় তাকে গুলি করে আহত করা হয়।গুলিবিদ্ধ সুজন পার্বতীনগর গ্রামের চিরঞ্জন দাসের ছেলে।

প্রথমে সুজন দাসকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে নোয়াখালী হাসপাতালে স্থানান্তর করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, শনিবারভোরে ৪-৫ যুবক গুলিবিদ্ধ সুজনকে সদর হাপাতালে রেখে যায়। পরে পুলিশ পাঠালে তাদের হাসপাতালে পাওয়া যায়নি। তবে কে বা কারা কি কারণে তাকে গুলি করেছে, বিষয়টি এখনও জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমআরএস/এফএস/এএস/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর