thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

ফ্রান্সে যৌন পেশা বন্ধে নতুন আইন

২০১৩ নভেম্বর ৩০ ১৪:১৬:০৪
ফ্রান্সে যৌন পেশা বন্ধে নতুন আইন

দ্য রিপোর্ট ডেস্ক : ফ্রান্সে যৌন পেশা বন্ধে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন আইনের আওতায় অর্থের বিনিময়ে যারা যৌনকর্মীদের কাছে যাবে তাদের ১৫শ’ ইউরো জরিমানা দিতে হবে।

দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিলের সমর্থনও জানিয়েছেন সংসদ সদস্যরা। পার্লামেন্টে শুক্রবার বিলটি নিয়ে বিতর্ক হয়। ৪ ডিসেম্বর আইন পাশের লক্ষ্যে ভোটা্ভুটির উদ্দেশে বিলটি সংসদে উপস্থাপন করা হবে।

এদিকে নতুন এই আইন নিয়ে এরইমধ্যে দেশটিতে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্যারিসের ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে এই আইনের পক্ষে বিপক্ষে অনেকে অবস্থান নিয়েছে।

এই আইনের সমর্থকরা বলছেন, আইনটি অর্থের বিনিয়মে যারা যৌনকর্মীদের কাছে যায় তাদের জন্য শাস্তি হিসেবে কাজ করবে। একইসঙ্গে যৌনকর্মীদের জন্য আইনটি ঢাল হিসেবে কাজ করবে।

অন্যদিকে আইনটির বিরোধীরা জানান, এই আইন কার্যকর হলে যৌনকর্মীরা ঝুঁকির মধ্যে মুখে পড়বে।

প্রসঙ্গত, ফ্রান্সে যৌন পেশা বৈধ। তবে জনসম্মুখে এ ধরনের কোনো কার্যক্রম বা যৌনকর্মীদের অবস্থান করা অবৈধ।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশটির মোট যৌনকর্মীর মধ্যে ৮০ থেকে ৯০ ভাগই বিদেশি। বিদেশি যৌনকর্মীদের অধিকাংশই পাচারের শিকার হয়ে ফ্রান্সে এসেছে। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর