thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

অবরোধে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য

২০১৩ নভেম্বর ৩০ ১৩:৫৯:৪৯
অবরোধে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য

কলকাতা প্রতিনিধি : বাংলাদেশের নির্বাচনকালীন অশান্তির আঁচ পড়েছে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গেও। ১৮ দলের ডাকা অবরোধে বিপর্যস্ত সীমান্তের পরিবহন ব্যবস্থা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দু`দেশের পণ্য পরিবহন মালিকরা। এমনকি মাথায় হাত পড়েছে আমদানি-রফতানি ব্যবসায় যুক্ত কয়েক হাজার কর্মীর। অবরোধে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য।

ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল, মালদা, হিলি এবং ঘোজাডাঙ্গার ভারতীয় রাস্তাতে দাঁড়িয়ে আছে পণ্য বোঝাই কয়েক হাজার ট্রাক। ইতোমধ্যে পচন ধরেছে সবজি ও মাছে। এভাবে আর দুদিন দাঁড়িয়ে থাকলে ট্রাক থেকে কাঁচামাল ফেলে দিতে হবে ।

ফিস এক্সপোর্ট ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস বলেন, আমদানি রফতানি পণ্যবাহী ট্রাকগুলোকে হরতালের আওতায় রাখলে হরতালকারীসহ বাংলাদেশের সাধারণ মানুষের ওপর প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে কয়েক হাজার কাঁচাপণ্যের ট্রাক দাঁড়িয়ে আছে। পণ্যগুলো নষ্ট হতে শুরু করেছে। ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

(দ্য রিপোর্ট/এসএম/এপি/এইচএসএম/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর