thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

আইসিবির এজিএম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২০১৩ নভেম্বর ৩০ ১৪:২৫:২০
আইসিবির এজিএম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক: অনিবার্য কারণবশত: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। এজিএমের পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক আনোয়ার শামিম দ্য রিপোর্টকে বলেন, ‘অনিবার্য কারণে এজিএম স্থগিত করা হয়েছে। এজিএমের পরবর্তী তারিখ বৈঠকের পর নির্ধারণ করা হবে।’ আগামী সপ্তাহের যেকোনও দিন বোর্ড সভা হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৩০ নভেম্বর, শনিবার সকাল সাড়ে ১১টায়, জলসাঘর মিলনায়তন, হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে আইসিবির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

(দ্য রিপোর্ট/এইচকে/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর