thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘বিরোধী দলের কর্মকাণ্ডের জবাব দেবে জনগণ’

২০১৩ নভেম্বর ৩০ ১৪:৫১:৫৫
‘বিরোধী দলের কর্মকাণ্ডের জবাব দেবে জনগণ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহম্মদ নাসিম বলেছেন, বিরোধী দল সারাদেশে যে সহিংস কার্যকলাপ চালাচ্ছে তার সমুচিত জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, মানুষের জানমালের ক্ষতি করে বিরোধী দলের নেতারা বসে বসে তামাশা দেখবে এটা হতে পারে না। এই সংঘাত আর মেনে নেওয়া যায় না। আপনারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিহত করুন।

সাবেক এই মন্ত্রী বলেন, তাদের (বিরোধী দল) আচরণ দেখে মনে হচ্ছে সাধারণ মানুষকে জিম্মি করে, নির্যাতন করে তারা নির্বাচন বানচাল করতে চায়। আমরা স্পষ্ট বলে দিতে চাই গণতন্ত্রের পথেই সমাধান সম্ভব। সহিংস পন্থায় নয় বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধেরও সমালোচনা করে তিনি বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি যখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে ছুটির দিনে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে তখন বিরোধী দল আবারো অবরোধের ডাক দিলো।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, ঢাকার সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাসহ শরীকদলের নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/এইউএ/এসবি/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর