thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

রানাতুঙ্গার সংশয়

২০১৩ নভেম্বর ৩০ ১৫:২৩:০২
রানাতুঙ্গার সংশয়

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বর্তমান বোলিং লাইনআপ দুর্বল বলে মনে করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। এই বোলিং লাইনআপ নিয়ে ২০১৫ সালের বিশ্বকাপ জেতা ভারতের সম্ভব নয় বলেও বিশ্বাস তার।

১৯৯৬ বিশ্বকাপ জয়ী সাবেক এই লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘ভারতের ব্যাটিং লাইনআপ খুব ভালো। রায়না, কোহলি ও শেখররা দুর্দান্ত ব্যাটিং করছে। কিন্তু বোলিং বিভাগে উন্নতি করতে পারছে না তারা। বোলিং দুর্বলতার কারণে ২০১৫ সালের বিশ্বকাপ জেতা তাদের জন্য কঠিন হয়ে পড়বে।’

৪৯ বছর বয়সী রানাতুঙ্গা আরও বলেছেন, ‘ছোট পরিসরের ক্রিকেটে ভারত ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে উঠছে। তারা প্রতিভাবান কিছু ব্যাটসম্যান পেয়েছে। কিন্তু বোলিংয়ের ক্ষেত্রে সফল হতে পারেনি।’

শ্রীলঙ্কার হয়ে ৯৩টি টেস্ট ও ২৬৯টি ওযানডে খেলে ২০০১ সালে অবসর নেন সাবেক এই অলরাউন্ডার।

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর