thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

পোশাক কারখানায় আগুন : আলাদা বিচারের দাবি

২০১৩ নভেম্বর ৩০ ১৫:২৭:২২
পোশাক কারখানায় আগুন : আলাদা বিচারের দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : তৈরি পোশাক কারখানার নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতৃবৃন্দ। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আলাদাভাবে বিচারের দাবি জানিয়েছে তারা।

রাজধানীর বিজিএমইএ ভবনে শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের কোনাবাড়ীতে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় আগুন দেওয়ার ঘটনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় নাশকতার জন্য দায়ীদের বিচার দাবি করে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘তৈরি পোশাক কারখানার নিরাপত্তা দিতে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। এ শিল্পকে নিয়ে যারা চক্রান্ত করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিন। প্রয়োজনে সংসদে নতুন আইন প্রণয়ন করে অর্থনীতি ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। যাতে করে আর কেউ এ শিল্পকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সেই সঙ্গে শিল্প-কারখানা চালানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিন।’

স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় আগুন দেওয়ার ঘটনাকে পরিকল্পিত দাবি করে তিনি আরও বলেন, ‘তৈরি পোশাক শিল্পকে নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্তকারীরা জানে, কোনোভাবে এ শিল্পকে ধ্বংস করা গেলে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে।’

স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমি আজ সর্বহারা ভিখারী। আমি কী অপরাধ করেছিলাম যে আমার কারখানায় আগুন দেওয়া হল? স্ট্যান্ডার্ড কারখানা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। দেশের জন্য বৈদেশিক মুদ্রা এনেছে। আমি কখনো শ্রমিকদের বেতন-ভাতা বাকি রাখিনি। প্রতিদানে আমি কী পেলাম? ১২’শ কোটি টাকা ক্ষতি করে আমাকে সর্বশান্ত করে দিল।’

তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে আরও বলেন, ‘আমি এ ঘটনার সুবিচার চাই। আমাকে বাঁচান, দেশকে বাঁচান।’

এ সময় তিনি অঝোরে কাঁদতে থাকেন।তার পক্ষে আর কথা বলা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী, শফিউল ইসলামসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শ্রমিক নিহত হওয়ার গুজবের জের ধরে মাইকে ঘোষণা দিয়ে গাজীপুরের কোনাবাড়ী স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় আগুন দেয় শ্রমিকরা। এতে একটি ৯ তলা ও একটি ৬ তলা ভবনসহ এ গ্রুপের ৭টি প্রতিষ্ঠান ও ২২টি কাভার্ড ভ্যান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ১৭ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনার সময় কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসন সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর