thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

শহীদ মিনারে নাগরিক সমাবেশ শুরু

২০১৩ নভেম্বর ৩০ ১৫:৫২:১২
শহীদ মিনারে নাগরিক সমাবেশ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে সাদা পতাকার মিছিল পূর্ব শান্তি সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করছেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। শনিবার বিকেল ৩টা পঁয়তাল্লিশ মিনিটে সমাবেশ শুরু হয়।

‘জোর করে নির্বাচন নয়, সন্ত্রাস করে ঠেকানো নয়- সকলের কাছে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন চাই’ শ্লোগানে সাদা পতাকা মিছিলের আয়োজন করেছে নাগরিক ঐক্য। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে।

সমাবেশে সংহতি জানিয়ে অংশ নিয়েছে গণফোরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

শহীদ মিনারের বেদীতে উপস্থিত আছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের নেতা এসএম আকরাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এস/এইচএসএম/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর