thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল 25, ৯ বৈশাখ ১৪৩২,  ২৩ শাওয়াল 1446

শান্তি আলোচনায় কাবুলে নওয়াজ শরীফ

২০১৩ নভেম্বর ৩০ ১৫:৩৮:৫১
শান্তি আলোচনায় কাবুলে নওয়াজ শরীফ

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শনিবার কাবুল পৌঁছেছেন। আগামী বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের আগে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার অংশ হিসেবে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনা করতে নওয়াজের এ সফর। খবর বিবিসি ও এএফপির।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই শরীফের প্রথম আফগানিস্তান সফর।

প্রসঙ্গত, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে।

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান সরকারের প্রধান সমর্থক মনে করা হয় পাকিস্তানকে। এছাড়া পাকিস্তান তালেবানের কয়েকজন নেতাকে আশ্রয় দিয়েছে বলে ধারণা করা হয়।

সম্প্রতি তালেবানের সাবেক দ্বিতীয় প্রধান নেতা মোল্লা বারাদারকে মুক্তি দেওয়ার দাবি করেছে পাকিস্তান। মোল্লা বারাদারকে আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করছে সংশ্লিষ্টরা।

তবে তালেবানের অভিযোগ, বারাদার এখনো কার্যত পাকিস্তানের কারাগারে আটক রয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর