thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঢাকা-মাওয়া মহাসড়কে গাড়ি ভাঙচুর

২০১৩ নভেম্বর ৩০ ১৬:৪২:১৫
ঢাকা-মাওয়া মহাসড়কে গাড়ি ভাঙচুর

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন শনিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা।

ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় দুপুর ১২টায় ইটপাটকেল নিক্ষেপ করে যাত্রীবোঝাই দুটি বাস ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।

শ্রীনগর উপজেলার মাশুরগাঁওয়ে সকাল ১০টায় ৪-৫টি টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায় অবরোধকারীরা। এ সময় তারা ৪-৫টি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশ আসার আগেই সটকে পড়ে অবরোধকারীরা।

সিরাজদীখান থানার ওসি আবুল বাসার মোবাইল ফোনে জানান, সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর