thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এবার দুই দলকেই শিক্ষা দেব : ড. কামাল

২০১৩ নভেম্বর ৩০ ১৬:৪৫:২৭
এবার দুই দলকেই শিক্ষা দেব : ড. কামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘এবার দুই দলকেই শিক্ষা দেব। সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। এবার ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ রক্ষা করব।’

কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকেলে নাগরিক সমাজের উদ্যোগে সাদা পতাকা মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘জনগণ ক্ষমতার মালিক এবার জনগণকে ক্ষমতার মালিক করে ছাড়ব। গ্রামে গ্রামে মালিক কমিটি গঠন করা হবে। প্রয়োজনে আমি সব গ্রামে গিয়ে এ কমিটি গঠনে নেতৃত্ব দেব।’

তিনি বলেন, ‘আমরা ১৬ কোটি মানুষ। ৯ কোটি ভোটার। আমাদের বেচে যারা লুটপাট করো তাদের বলতে চাই, ভুলে যাও, ভুলে যাও, আর সে সুযোগ নেই।’

ড. কামাল নাগরিক সমাজ ও সংগঠনের ঐক্য প্রত্যাশা করে বলেন, ‘যারা আমাদের নিয়ে প্রহসন করে এবার তাদের শিক্ষা দিতে হবে। ঐক্যের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা এনেছি। এবার ঐক্যের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব।’

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে এতোগুলো যাত্রীকে পুড়িয়ে হত্যা করা হলো। বিএনপি বলছে, আওয়ামী লীগ আগুন দিয়েছে। আওয়ামী লীগ বলছে, বিএনপি আগুন দিয়েছে। তাই সংকটের জন্য দায়ী এ দুই দলকেই আমাদের ত্যাগ করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের অফিস ভেঙে গ্রেফতার করা হচ্ছে অথচ জামায়াত নেতাদের গ্রেফতার করা হচ্ছে না। সাতকানিয়ায় গোলাম আযমের শিষ্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা কিসের আলামত? এক তরফা নির্বাচন এ দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। সিপিবি সে নির্বাচনে অংশ নেবে না।’

বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘দুই দল জনগণকে জিম্মি করেছে। দুই দলের বাইরে তৃতীয় শক্তির উত্থান ছাড়া চলমান সংকট উত্তরণে আর কোনো পথ নেই।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘রোম যখন পুড়ছিল নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। ঢাকা মেডিকেলে ১৫ জন মুত্যুর সঙ্গে লড়ছেন, ৫ জন মারা গেছেন। শত শত মানুষ তাদের দেখতে যায় কিন্তু আমাদের দুই নেত্রী তাদের দেখতে পর্যন্ত গেলেন না। আপনারা মায়ের জাত, মানুষের কষ্ট দেখে যান। দেখুন, আপনারা দেশটাকে কী বানিয়েছেন।’

তিনি বলেন, ‘সংকট সমাধান করুন। তা না হলে ১৬ কোটি জনগণ উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করবে।’

প্রাবন্ধিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে শনিবার বিকেল পৌনে ৪টায় সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে সাদা পতাকা নিয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করেন নাগরিক সমাজের নেতারা।

‘জোর করে নির্বাচন নয়, সন্ত্রাস করে ঠেকানো নয়, সকলের কাছে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন চাই’-শীর্ষক স্লোগানে সাদা পতাকা মিছিলে অংশ নেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, নাগরিক ঐক্যের নেতা এসএম আকরাম ও ইফতেখার আহমেদ বাবু।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/নভেম্বর ৩০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর