thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

নাইটসে যোগ দিলেন আফ্রিদি

২০১৩ নভেম্বর ৩০ ১৭:০৯:১১
নাইটসে যোগ দিলেন আফ্রিদি

দ্য রিপোর্ট ডেস্ক : আগামী বছর ৫ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টোয়েন্টি২০ লিগ র‌্যাম স্লেম শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে চেভরোল্ট নাইটস দলের হয়ে মাঠে দেখা যাবে পাকিস্তান আলরাউন্ডার শহিদ আফ্রিদিকে।

দলের সিইও জন ভেন হির্ডেন বলেন, ‘আফ্রিদির বোলিং ও ব্যাটিং আমাদের দলের জন্য দারুণ কাজে লাগবে। তাছাড়াও তার অভিজ্ঞতা আমাদের দলকে এবং দলের তরুণ খেলোয়াড়দের দারুণভাবে উজ্জীবিত করবে।আমি বিশ্বাস করি আসন্ন টুর্নামেন্টে আমরা একটি শক্তিশালী দল।’

৫ জানুয়ারি নিউউল্যান্ডসে কেপ কবার্সের বিপক্ষে মাঠে নামবে আফ্রিদির দল। এর ঠিক আগের দিন আফ্রিদি দক্ষিণ আফ্রিকায় তার দলের সঙ্গে যোগ দেবেন।

শুক্রবার আফ্রিদির আরও ২ সতীর্থ সাঈদ আজমল ও সোহেল তানভির যথাক্রমে টাইটেন্স ও হাইভেল্ড লায়ন্সে নাম লিখিয়েছেন।



(দ্য রিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ৩০, ২০১৩)




পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর