thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বেকহামের পছন্দ ব্র্যাড পিট

২০১৩ নভেম্বর ৩০ ১৮:০৮:১৭
বেকহামের পছন্দ ব্র্যাড পিট

দ্য রিপোর্ট ডেস্ক : সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহাম বলেছেন, অভিনয় নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। কিন্তু ব্র্যাড পিটের মতো সঙ্গী পেলে তিনি অভিনয়ে রাজি আছেন।

ফুটবল তারকার চলচ্চিত্রে অভিনয় বিরল নয়। বেকহামের সাবেক সহকর্মী ব্রিটিশ ফুটবল দল ম্যানচেস্টার ইউনাইটেডের এরিক ক্যানটোনা ফুটবল ছাড়ার পর ফ্রান্সের চলচ্চিত্রে সফল হয়েছেন। কিন্তু ডেভিডের ধারণা তার নিজের মাঠের দক্ষতা কোনোভাবেই রূপালী পর্দার সঙ্গে যায় না।

তিনি সম্প্রতি কন্ট্রাকমিউজিক.কমকে বলেন, আমি ভালো অভিনয় পারি না। এডিডাসের বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এরিক ভালো অভিনেতা। কিন্তু আমি তার মতো স্বতঃস্ফুর্ত নই।

তবে তিনি জানান, হলিউডের একজন সত্যিকারের তারকার সাথে অভিনয় করতে পারলে তিনি খুশি হবেন। আর পর্দার সঙ্গী হিসেবে তার পছন্দ ব্র্যাড পিট। ব্রাড পিটের পরে রেখেছেন লিওনার্ডো ডিকাপ্রিও ও ব্রাডলি কুপারকে। তিনি তাদের সৌন্দর্যের তারিফ করেন।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর