thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নতুন ধারাবাহিক ‘মামলাবাজ’

২০১৩ নভেম্বর ৩০ ১৯:২৯:১৯
নতুন ধারাবাহিক ‘মামলাবাজ’

দ্য রিপোর্ট ডেস্ক : মাছরাঙা টেলিভিশনে রবিবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মামলাবাজ’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

গ্রামের আলোচিত-সমালোচিত ব্যক্তি ‘মফিজ ব্যারিস্টার’। মানুষ তাকে ‘ব্যারিস্টার’ বলে ডাকলেও আসলে সে ব্যারিস্টার নয়। ঢাকায় এক ব্যারিস্টারের বাড়িতে সে চাকরের কাজ করত। এক পর্যায়ে বেশ কিছু নগদ টাকা ও মূল্যবান জিনিস চুরি করে পালিয়ে যায়। এরপর গ্রামে এসে সহজ-সরল মানুষদের নানা ফন্দি-ফিকির করে মামলার ফাঁদে ফেলে টাকা উপার্জন তার পেশা হয়ে দাঁড়ায়। নিজের বাড়ি ‘দিলমহল’-এ রয়েছে স্ত্রী দিলরুবা, তিন কন্যা দিলবাহার, দিল পিয়ারা, দিল আফরোজ ও বড় দুই মেয়ের জামাই। নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।

‘মামলাবাজ’ নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, নাদিয়া, শাহনাজ খুশি, আল মনসুর, ডলি জহুর, শামীম প্রমুখ।

নাটকটি প্রচারিত হবে প্রতি রবি ও সোমবার রাত ৮ টায়।

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর