thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ইফতারে যা করতে পারেন

২০১৪ জুলাই ০৪ ১৬:১৩:১০
ইফতারে যা করতে পারেন

দ্য রিপোর্ট ডেস্ক : রোজাদারদের জন্য আনন্দময় সময় ইফতার। এ সময় সারাদিন রোজা শেষে আল্লাহর নামে পানাহার করা হয়। সমর্থ যা-ই হোক একটু আয়োজন করেই রোজা ভাঙ্গা হয়। পবিত্র অনুভূতি ছড়িয়ে পড়ে চারদিকে। এ ছাড়া ইফতারের সময়টা ছোটরা বেশ উপভোগ করে। তাদের দিকে খেয়াল রেখে স্বাস্থ্যমত, মজাদার ও নতুন কিছু আইটেম রাখতে পারেন। তাদের আনন্দ উপভোগ করুন।

এবার জানা যাক ইফতারের সুন্নাতসহ সাধারণ কিছু করণীয়-

-সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করা রাসূলুল্লাহ (সা.) এর সুন্নাত। তিনি কখনও ইফতারে দেরি করতেন না। তাই অহেতুক দেরি না করে সময়মত ইফতার করুন।

-মাগরিবের নামাযের আগে ইফতার করা সুন্নাত। সম্ভব হলে জামাতে নামাজ পড়ুন।

-রাসূল (সা.) খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। পাকা খেজুর না থাকলে শুকনা খেজুর খেতেন। তা না থাকলে সামান্য পানি দিয়ে ইফতার করতেন। খেজুর দিয়ে রোজা ভাঙ্গা এখন খুবই প্রচলিত আচার। পুষ্টিগুণের কারণে ইফতার খেজুর খাওয়া শরীরের জন্য ভাল।

-ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়। তাই সবার জন্য দোয়া করুন।

-পরিবারের সঙ্গে ইফতারের চেষ্টা করুন। মাঝে মাঝে মসজিদ, সহকর্মী বা বন্ধুদের সঙ্গে ইফতার করুন।

-ইফতারে ফলের রস বা শরবত পান করুন।

-ভাজা-পোড়া খাবার কম খান।

-একসঙ্গে অনেক খাবার না খেয়ে বিরতি দিয়ে খান।

-আপনার দরোজায় কোনো ইফতার প্রত্যাশী আসলে তাকে ফিরিয়ে দিবেন না।

-ইফতারের আগে দোয়া-দুরুদ পড়তে পারেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন।

-মাঝে মাঝে পাড়া-প্রতিবেশীর ঘরে ইফতার পাঠান। সম্ভব হলে নিজেদের ঘরে দাওয়াত করতে পারেন।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/আরকে/জুলাই ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর